আগামীকাল TYF এবং TSU–র মিছিল

images (1)দেবজিত চক্রবর্তী, আগরতলা,  সেপ্টেম্বর ।।  সাম্প্রতিক সময়ে IPFT-র তিপ্রাল্যান্ডের দাবীতে জমায়েত ও নেতৃবৃন্দের ভাষনের পরপরই ক্ষমতাসীন দল তীব্র প্রতিবাদ জানিয়েছে। IPFT-র দাবীর বিরুদ্ধে পথে নামছে বাম সমর্থিত যুব ছাত্র সংগঠন, বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত শেষে শহরে মিছিল আয়োজন করবে TYF এবং TSU।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*