দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ জুলাই ।। বুধবার, সদর মহকুমা DYFI –র তরফে পুর নিগমের এলাকাধীন অঞ্চল সমূহে জনসম্পৃক্ত বিভিন্ন সমস্যা দূর করার দাবী নিয়ে মিছিল জমায়েত হয় প্যারাডাইসের সামনে। প্যারাডাইস চৌমুহনীতে সদর DYFI –র এই গণ ডেপুটেশনে দাবীসনদ তুলে দেয়া হয় আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে’র হাতে। সদর DYFI –র এই গণ ডেপুটেশন উপলক্ষ্যে প্যারাডাইসের পথসভার মঞ্চে উপস্থিত ছিলেন DYFI –র রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। পথসভায় সভাপতিত্ব করেছেন বিশ্বজীৎ দেব।