আন্তর্জাতিক ডেস্ক / আগরতলা, ৩০ জুলাই ।। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পরিণত ঘূর্ণিঝড়ে। বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘কোমেন’। রাজ্যে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় ৬০-৭০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঝড়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘কোমেন’-এ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই বাংলাদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়।
রাজ্যের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। কোমেনের প্রভাবেই রাজ্যে মুষলধারে বৃষ্টি। আজ সারা রাত বৃষ্টি হবে আগরতলা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে।