জমি অধিগ্রহন বিলের প্রতিবাদে পথে মিছিল CITU-র

cituগোপাল সিং, খোয়াই, ৩০ জুলাই ।। সারা দেশব্যাপী ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সিআইটিইউ’র কর্মসূচীর অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী জমি বিল প্রত্যাহার, কৃষকদের অধিকার হরনের প্রতিবাদে প্রচারাভিযানকে সামনে রেখে খোয়াইতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সিআইটিইউ খোয়াই বিভাগীয় কমিটি। কেন্দ্রের জমি বিল এবং অর্ডিন্যান্সের বিরোধিতায় কৃষিজীবি মানুষের বিভিন্ন সংগঠন যৌথভাবে দেশের নানা প্রান্তেই বিক্ষোভে শামিল রয়েছে। দিল্লিতে সংসদ ভবনের সামনেও হয়েছে সমাবেশ। পরপর দু’বার হয়েছে এই সমাবেশ। অর্ডিন্যান্স প্রত্যাহার এবং জমি আইনে সংশোধনী বিল বাতিলের দাবিতে আন্দোলন জারি রয়েছে এ রাজ্যেও। বৃহস্পতিবার খোয়াই শহরের উপর গর্জিয়মান মিছিলে পা মেলালেন শ্রমিক-কৃষক শ্রেনীর শ্রমজীবি মানুষ। ‘কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী জমি বিল প্রত্যাহার, কৃষকদের অধিকার হরনের প্রতিবাদে সকল অংশের জনগনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এদিনের সিআইটিইউ খোয়াই বিভাগের বিক্ষোভ মিছিল থেকে। সেই সাথে দৃপ্ত মিছিলে পা মেলানসিআইটিইউ খোয়াই বিভাগীয় সম্পাদক নির্মল বিশ্বাস, সংগঠনের বিভাগীয় সভাপতি বিপ্লবজ্যোতি ভট্টাচার্য্য্য সহ অন্যান্য নেতৃত্বরাও। মিছিল শেষে খোয়াই জীপ স্ট্যান্ডে বিক্ষোভ সভা সংগঠিত হয়। সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকারের কৃষক স্বার্থ বিরোধী নীতি এবং কৃষক মারার নীতি ও কৃষক বিরোধী জমি বিল সংসদে পাশ করানোর প্রচেষ্টার তীব্র সমলোচনা করলেন সিআইটিইউ খোয়াই বিভাগীয় সম্পাদক নির্মল বিশ্বাস। সেই সাথে কৃষক স্বার্থ বিরোধী এই জমি বিল প্রত্যাহারের দাবিতে আওয়াজ তুললেন সমস্ত নেতৃত্বরাই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*