৬ দফা দাবি আদায়ে মুখ্যসচিবের উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট গনডেপুটেশন কংগ্রেসের

cngগোপাল সিং, খোয়াই, ৩০ জুলাই ।। খাদ্য সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন, লাগামছাড়া দূর্নীতি ও নারী নির্যাতন এবং চিটফান্ড কলেঙ্কারীর সি.বি.আই. তদন্ত সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে মুখ্যসচিব এর উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট গনডেপুটেশন প্রদান করল কংগ্রেস। বৃহস্পতিবার খোয়াই শহরের উপর দিয়ে মিছিল সংগঠিত করে ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব যশপাল সিং-এর উদ্দেশ্যে খোয়াই ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল খোয়াই মহকুমা শাসক-এর নিকট ৬ দফা দাবির স্মারক লিপি প্রদান করেন। ৬ দফা দাবির ব্যাক্ষা করতে গিয়ে কংগ্রেস নেতৃত্বরা জানান, ‘ইউপিএ ২ সরকার দেশে খাদ্য সুরক্ষা আইন ২০১৩ পাস করেছে। এই আইন দেশের অন্য সব রাজ্যে কার্য্কর করলেও একমাত্র ত্রিপুরা রাজ্য তা এখনো কার্য্কর করতে পারেনি। সম্প্রতি এই আইন রাজ্যে বলবৎ করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু এই আইনের সুবিধা যারা পাবেন, তাদের তালিকা তৈরী করা নিয়ে চরম অনিয়ম করা হচ্ছে। এছাড়া রাজ্য প্রশাসনে আর্থিক অনিয়ম এখন রন্ধ্রে রন্ধ্রে। এমজিএন রেগা, ইন্দিরা আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশন প্রতিটি ক্ষেত্রেই দূর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবী জানানো হয়। পাশাপাশি রাজ্যে বিগত দেড় দশক ধরে বিভিন্ন নামে ভূঁইফোর বহু নন ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানী বা চিটফান্ড প্রশাসনিক দূর্বলতার সুযোগ নিয়ে রাজ্যের শহর-গ্রাম-পাহাড়ের গরীব দুর্বল অংশের মানুষের বহু কষ্টার্জিত সঞ্চিত অর্থ নিয়ে নির্বিদাদে পালিয়ে গেছে। রাজ্যে ১৪২টি চিটফান্ড রাজ্যবাসী থেকে ১১৭২ কোটি টাকা আত্মসাৎ করেছে। পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। এছাড়া রাজ্যে ক্রমবর্ধমান নারীঘটিত অপরাধ ও আইনশৃঙ্খলার অবনতিতে পুলিশ ও আরক্ষা প্রশাসনের জনস্বার্থে ভূমিকা গ্রহন করার দাবিও রয়েছে। সামাজিক ভাতা প্রকল্প, কর্মচারী বঞ্চনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়ে কংগ্রেস। গনতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করতে রাজ্যের সার্বিক বিকাশে ও জনগনের কল্যানে ৬ দফা দাবি পূরণের জন্য এদিনের এই গনডেপুটেশন বলে জানালেন খোয়াই ব্লক কংগ্রেস নেতৃত্বরা। এদিনের মিছিল ও গনডেপুটেশনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক দীপক মজুমদার, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস, সহ-সভাপতি তাপস দাস সহ অন্যান্য কং-নেতৃত্বরা সামিল ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*