দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ।। তপশীলি উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র মনুর মানুষ ভোট প্রচারের শেষ লগ্নের উত্তাপ অনুভব করছেন। ভোটের ময়দানে প্রায় সব দল হাজির হওয়ায় পরিবেশের উষ্ণতা স্বভাবতই বৃদ্ধি পেয়েছে। ভাষাতেই আশার স্বপ্ন দেখিয়ে বৈতরনী পারের গল্প শুনছেন মনুবাসী। বামফ্রন্টের দূর্ভেদ্য ঘাঁটিতে CPI(M) প্রার্থী প্রভাত চৌধুরীর হয়ে সব সংগঠনই নেমে পরেছে প্রচারে জিতেন্দ্র চৌধুরীর মার্জিন টপকাতে। শাখা উপশাখার বিরোধী শক্তিও বামশাসনের সমালোচনা করে মানুষের মন জয়ের চেষ্টা চালাচ্ছে। প্রচারের ক্ষেত্রে সাংগঠিত বামশক্তি অনেকটাই এগিয়ে ছিল সন্দেহ নেই। মনুতে মিরাকল, ম্যাজিকের সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বাম নেতৃবৃন্দ, লক্ষ্য একটাই রেকড ভোটে জয়। মনুর ভোটে মানুষের ভাগ্যের যোগাযোগ থাকলেও, সরকারের স্থায়িত্বের সম্পর্ক নেই, তবে এই ভোট সামাজিক, অর্থনৈতিক তথা রাজনৈতিক ভাবনার প্রতিফলন বলাই বাহুল্য। সরব প্রচারের অন্তিম লগ্নে মনু জুড়ে রীতিমতো ঝড় চলছে।