আন্তর্জাতিক ডেস্ক ।। অবশেষে মুখ খুলল আফগানিস্তানের তালেবান। সংগঠনটির নেতা মোল্লা মুহাম্মদ ওমর ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছে তারা। মোল্লা ওমরের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে তালেবানরা। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার পশতু ভাষায় এক বিবৃতিতে মোল্লা ওমরের মৃত্যুর কথা নিশ্চিত করেন।
অবশ্য কখন তিনি মারা গেছেন বিবৃতিতে সে সম্পর্কে কিছু উল্লেখ নেই। এতে মোল্লা ওমরকে ‘ঈমানদারদের মরহুম নেতা’ বলে সম্বোধন করা হয়। আফগান সরকারের দাবি, দু’বছর আগে মোল্লা ওমর মারা গেছেন।
আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার মুখপাত্র হাসিব সাদেকী বুধবার বলেন, যে ২০১৩ সালের এপ্রিলে করাচির একটি হাসপাতালে মারা যান দীর্ঘদিন তালেবানের দায়িত্বে থাকা মোল্লা ওমর। এদিকে মোল্লা ওমরের উত্তরসূরী নির্বাচন করেছে দলটি। তালেবান সূত্র জানায়, মোল্লা ওমরের সহযোগী মোল্লা আখতার মনসুর সর্বসম্মতভাবে তালেবানের পরবর্তী নেতা নির্বাচিত হয়েছেন। আখতার মনসুর তালেবান সরকারের বিমানমন্ত্রী ছিলেন। তাকে বাস্তববাদী বলে মনে করা হয়। মোল্লা ওমরের মৃত্যু এবং দলটির নতুন নেতা নির্বাচনের খবরে তালেবান ও আফগান সরকারের মধ্যে পাকিস্তানে শুক্রবার যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। সূত্র: সিএনএন, আল জাজিরা।