এপিজে আব্দুল কালামের নামে পুরস্কার চালু করছে তামিলনাড়ু সরকার

apj kjজাতীয় ডেস্ক ।। সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে পুরস্কার চালু করছে তামিলনাড়ু সরকার। বিজ্ঞানের অগ্রগতি, মানবতা এবং পড়ুয়াদের কল্যাণমূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর স্বাধীনতা দিবসে ওই পুরস্কার দেওয়া হবে। ‘এপিজে আব্দুল কালাম পুরস্কারে’র সঙ্গে থাকছে আট গ্রাম ওজনের সোনার পদক, পাঁচ লক্ষ টাকা, শংসাপত্র। এছাড়া কালামের জন্মদিনটি ‘যুব নবজাগরণ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে জয়ললিতা সরকার।
মুখ্যমন্ত্রী জয়ললিতা জানিয়েছেন, তাঁর সরকারের নীতি হল ‘শক্তিশালী ভারত ও সম্বৃদ্ধ তামিলনাড়ু’। সেই নীতির সঙ্গে সাজুয্য রেখেই কালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই বিশেষ পুরস্কার এবং ১৫ অক্টোবর প্রাক্তন রাষ্ট্রপতির জন্মদিন ‘যুব নবজাগরণ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রখ্যাত বিজ্ঞানী তথা প্রাক্তন রাষ্ট্রপতির ভূমিকা উল্লেখ করে জয়ললিতা বলেছেন, কালাম আজীবন শিক্ষকই থাকতে চেয়েছিলেন। ছাত্রদের উদ্বুদ্ধ করার মাধ্যমে যুব সম্প্রদায়য়ের অগ্রগতির ক্ষেত্রে চালিকাশক্তি হয়ে উঠেছিলেন কালাম।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*