নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ।। শনিবার রাজ্যের শিক্ষক সংগঠন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ বি রোড)-র পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সন্মেলন শুরু হতে যাচ্ছে। নজরুল কলাক্ষেত্রের আনন্দ প্রেক্ষাগৃহে শনিবার দুপুর ২টায় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে তিনদিনের পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সন্মেলন শুরু হবে। বিকাল ৩টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ বি রোড)-র পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সন্মেলনে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, সাংসদ জীতেন্দ্র চৌধুরী, STFI-র সভাপতি অভিজিৎ মুখার্জি, সহ সভাপতি কে রাজেন্দ্রন সহ আরো অনেকে।