নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ৩১ জুলাই ।। ইয়াকুব মেমন নিয়ে টুইটারে বিতর্কিত মন্তব্য, রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ের। শুক্রবার সকাল থেকে পরপর বেশ কয়েকটি বিতর্কিত টুইট করেন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, ইয়াকুব মেমনের শেষযাত্রায় যাঁরা অংশ নিয়েছেন, (আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা বাদে) তাঁদের ওপর নজর রাখুক গোয়েন্দারা। এদের অনেকেই সম্ভাব্য জঙ্গি। আমার সাংবিধানিক দায়িত্ব জনস্বার্থে এই বিষয়টি প্রকাশ্যে আনা। এতে আমার রাজ্যপাল পদের এক্তিয়ার লঙ্ঘিত হয় না। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যপালের এই মন্তব্যের পরই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। রাজ্যের বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ রাজ্যপালের এই মন্তব্যের সমালোচনা করে বলেন তিনি রাজ্যপাল পদের এক্তিয়ার লঙ্ঘন করেছেন। রাজ্যপাল তথাগত রায়ের টুইটারে এই মন্তব্যে সোশ্যাল নেটয়ার্কে সাইটেও সমালোচনার ঝড় বইছে।
লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, তথাগত রায়ের মনে রাখা উচিত্ তিনি একটি সাংবিধানিক পদের অধিকারী। সেখানে এভাবে কোনও বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে করার আগে তাঁর দুবার ভাবা উচিত্ ছিল। সোমনাথের বক্তব্য, তিনি চাইলে ব্যক্তিগতভাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একথা বলতে পারতেন। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য টুইটারে এধরণের মন্তব্য তাঁর কাছ থেকে গ্রহণযোগ্য নয়।
যদিও রাজ্যের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে নিজের টুইট প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল তথাগত রায় বলেন, তিনি মেমনের শেষযাত্রায় সামিল হওয়া তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবদের কথা বলেননি। তিনি সেই সমস্ত মানুষের কথা বলেছেন, যাঁরা শুধুমাত্র সমবেদনা দেখাতেই শেষযাত্রায় উপস্থিত ছিলেন। এখানে তিনি কোনও বিশেষ ধর্মাবলম্বীর মানুষদেরও নিশানা করেননি। তিনি শুধু সেই মানুষগুলোর প্রতি গোয়েন্দা নজরদারির কথা বলেছেন, যাঁরা সমবেদনা দেখাতে মেমনের শেষযাত্রায় উপস্থিত ছিলেন।
https://twitter.com/tathagata2/status/626959540991307776
https://twitter.com/tathagata2/status/626970008401260544
https://twitter.com/tathagata2/status/626971946530418688