আগরতলা, ০৯ সেপ্টেম্বর ।। আগামী ২০শে সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন কলেজে অনুষ্ঠিত হবে ছাত্র সংসদ নির্বাচন। কলেজের নির্বাচন হলেও সংসদ দখলে প্রচারাভিযান থেকে সামগ্রীক পরিবেশ রীতিমতো টান্টান উত্তেজনার । মনোনয়ন পত্র সংগ্রহের কাজ চলছে, তারপর দাখিলের পর্ব। রাজনৈতিক দলের ছাত্র সংগঠন গুলোর তরফে যুৎসই প্রার্থী খোঁজার কাজ চলছে সন্তর্পনে। মঙ্গলবার ডুকলী SFI অঞ্চল কমিটির আহ্বানে বাধারঘাট চৌমূহনীতে প্রচারের অঙ্গ হিসেবে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। ছাত্র সমাবেশে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের সঙ্গে রামঠাকুর কলেজের পড়ুয়ারাও হাজির ছিল।