জাতীয় ডেস্ক ।। ধস নেমে ধ্বংসস্তুপে পরিণত হল মনিপুরের গোটা একটা গ্রাম। প্রাণ হারালেন অন্তত ২০ জন। মায়ানমার সীমান্তে মনিপুরের চান্দেল জেলার প্রত্যন্ত জৌপি অঞ্চলে আজ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে মানচিত্র থেকেই হারিয়ে গেল আস্ত একটা গ্রাম। জৌমল নামের, কুকি অধ্যুসিত ওই ছোট্ট জনপদটিতে এই মুহূর্তে পৌঁছে গেছে পুলিস ও উদ্ধারকারীদল। সমগ্র গ্রামটিই মাটিতে চাপা পড়ে গেছে। পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের পক্ষে সেই ধস সড়ানো অসম্ভব হয়ে উঠেছে। সরকারি সূত্রে খবর, উদ্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত কতজন প্রাণ হারিয়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছে না। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টির জেরে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য এই মুহূর্তে বানভাসি। নিচু অঞ্চলগুলিতে ব্যপকহারে ক্ষতিগ্রস্থ হয়ে কৃষিজমি, ঘর-বাড়ি।