নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট ।। শিক্ষার সার্বিক মানোন্নয়নের পাশাপাশি রাজ্যকে উন্নয়ন সম্প্রীতির দুর্গ হিসেবে গড়ে তোলার আহ্বানে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির (এইচ বি রোড) পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সন্মেলন শুরু হয়েছে। শনিবার নজরুল কলাক্ষেত্রের আনন্দ প্রেক্ষাগৃহে দুপুর ২টায় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে তিনদিনের পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সন্মেলন শুরু হয়। বিকাল ৩টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ বি রোড)-র পঞ্চম ত্রিবার্ষিক রাজ্য সন্মেলনের এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, STFI-র সভাপতি অভিজিৎ মুখার্জি, সহ সভাপতি কে রাজেন্দ্রন সহ সংগঠনের নেতৃত্ব। ২ আগষ্ট সন্ধ্যায় সন্মেলনের প্রতিনিধি অধিবেশনে মূখ্যমন্ত্রী মানিক সরকার, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, TTAADC-র CEM রাধাচরণ দেববর্মা ছাড়াও উপস্থিত থাকবেন সংগঠনের নেতৃত্ব। সংগঠন সূত্রে জানা যায়, সংগঠনে যোগ দেবে মোট ৭৪০ জন প্রতিনিধি।