প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগম

10301182_706999489354236_4049653641429550817_nঢাকা, ১০ সেপ্টেম্বর ।। প্রয়াত হলেন প্রথিতযশা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঢাকার অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হন নজরুলগীতির প্রবাদপ্রতিম এই শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল চুরাশি বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ফিরোজা বেগম।
কয়েকদিন আগেই তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
আজ বিকেলে সম্পন্ন হয়েছে শেষকৃত্য। উনিশশো তিরিশের আঠাশে জুলাই বাংলাদেশের গোপালগঞ্জ জেলার জমিদার পরিবারে জন্ম হয় ফিরোজা বেগমের। বিদ্রোহী কবি নজরুলের সংস্পর্শে এসেছিলেন তিনি। তাঁর স্বামী কমল দাশগুপ্ত নজরুলের বহু গানে সুরারোপ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন ফিরোজা বেগম।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*