নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩ আগষ্ট ।। ডাক্তারদের চেম্বার বন্ধের ছবি এ রাজ্যের মানুষ কবে প্রত্যক্ষ করেছেন এ নিয়ে রীতিমতো স্মৃতির পাতা উলটানো শুরু হয়ে গেছে। যে ডাক্তারবাবুরা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন তাঁদের ব্যক্তিগত চেম্বারেও রোগ ব্যাধিতে আক্রান্ত মানুষ চিকিৎসা করিয়ে থাকেন। হাইকোর্ট আর হলফনামার জেরে ১লা আগষ্ট থেকে সরকারী চিকিৎসকরা আপাততঃ চেম্বারের ঝাঁপ ফেলেছেন। যার ফলে খোয়াই জেলা হাসপাতালে রবিবার অনেক রাত অবধি রোগীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।