গোপাল সিং, খোয়াই, ৩ আগষ্ট ।। ‘আমাদের শরীরে বিশেষ করে পুরুষের শরীরে প্রতি কেজিতে ৭৫ মিলি রক্ত এবং মহিলাদের শরীরে প্রতি কেজিতে ৬৬ মিলি রক্ত উৎপন্ন হয়। তার মধ্যে ৫০ মিলি রক্ত শরীরের কাজে লাগে। বাকি রক্ত শরীরের অভ্যন্তরেই নষ্ট হয়ে যায়। কিন্তু এই রক্ত মুমুর্ষ রোগীতে বাঁচাতে পারে। তাই মানুষের সেবায় এই রক্তদান করা আমাদের নৈতিক দায়িত্ব।’ সোমবার ইউ.জি.সি.’র সৌজন্যে এবং জাতীয় সেবা প্রকল্প ও ছাত্র সংসদ, খোয়াই দশরথ দেব মেমোরিয়্যাল কলেজ-এর ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরে এভাবেই রক্তদানের মহৎ উদ্দেশ্যকে ব্যাক্ষা করলেন ড. সুব্রত লস্কর। খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজিত এই রক্তদান শিবিরে কলেজের অগণিত ছাত্র-ছাত্রী সহ উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষা কল্পনা দাস সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। এদিনের রক্তদান শিবিরে ছাত্র-অধ্যাপক সহ মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।