নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগষ্ট ।। ত্রিপুরার জিনমাস্টিকসের ইতিহাসে নিজ কৃতিত্বের নীরিখে কেউ কোনো বিশেষ শিরোনামে ভূষিত হয়েছেন বলে জানা নেই। তবে রাজ্য জিনমাস্টিকসের অতীতের সোনালী অধ্যায়ের একমাত্র যোগ্য উত্তরসূরী দীপা কর্মকার এ নিয়ে কোনো দ্বি-মত নেই। রাজ্যের সোনার মেয়ে দীপা জাপানের হিরোসিমায় আয়োজিত ষষ্ঠ সিনিয়র আর্টিস্টিক এশিয়ান জিনমাস্টিকস চ্যাম্পিয়নশীপে মহিলাদের ব্যাক্তিগত ভল্টিং হর্সে বিজয় ধ্বজা উড়িয়ে ব্রোঞ্জ পদক দখল করে ত্রিপুরার জন্য স্বর্ণালী অধ্যায় যুক্ত করেছে শনিবার। দীপার অর্জিত পয়েন্ট ১৪.৭২৫। জাপানের হিরোসিমায় আয়োজিত ষষ্ঠ সিনিয়র আর্টিস্টিক এশিয়ান জিনমাস্টিকস চ্যাম্পিয়নশীপে ভারতের হয়ে একমাত্র ব্রোঞ্জ পদক রাজ্যের সোনার মেয়ে দীপা ভারতীয় খেলাধুলায় নয়া ইতিহাস সৃষ্টির জন্য দীপা কর্মকারের সাফল্যের সংবাদে ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে আনন্দের বাতাবরন নিয়ে এসেছে।