নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট ।। রাজধানীর বটতলা মহাশ্বশানে দীর্ঘ ২০ বছর ধরে যারা কাজ করে আসছে তাদের জীবনযাত্রা ও অর্থনৈতিক মানোন্নয়ন আজও সেইরকম পরিবর্তন হয়নি। দীর্ঘ ২০ বছরে সরকারী খাতায় ডোমেদের ভাতা বৃদ্ধি পেয়েছে ১০ টাকা থেকে ২০টাকা, বর্তমানে ৫০ টাকা। বটতলা মহাশ্বশানে বর্তমানে ১২ জন ডোম রয়েছে যাদের এই সামান্য টাকায় ঘরে নুন আনতে পান্তা ফুড়ায়। সোমবার, মহাশ্বশানে ডোমদের বিভিন্ন সমস্যা ও দাবী নিয়ে মৃতদেহ সৎকারের কাজ বন্ধ রেখে একযোগে কর্মবিরতি শুরু করে, ফলে শবদেহ সৎকারের জন্য শ্বশানে লাইন পড়ে যায়। ঘটনার খবর পেয়ে আগরতলা পুর নিগমের কয়েকজন আধিকারিক সহ এলাকার কাউন্সিলার তুষার কান্তি ভট্টাচার্য্য় ছুটে এসে ডোমদের সঙ্গে কথা বলে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা কর্মবিরতি তুলে নেয়।