যান দূর্ঘটনায় আহত চার

accগোপাল সিং, খোয়াই, ৪ আগষ্ট ।। খোয়াই শহরে পুলিশ যখন বাইক আরোহীদের ধরতে ব্যস্ত ঠিক তখনই বেপরোয়া গতিতে চলাচল করা TRO1D-3088 নম্বরের একটি অটো রিক্সা চলতি টম-টম এর সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দূর্ঘটনায় টম-টম উল্টে গিয়ে গুরুতর জখম হয় টম-টম চালক সহ তিন জন যাত্রী। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। টম-টম দূর্ঘটনাগ্রস্থ হবার পর শিশুটি ছিটকে রাস্তায় পড়ে গেলে রশমী দাস এর উপর একটি স্কুটার তুলে দেয় এক আরোহী। মুহুর্তের মধ্যেই অনেকগুলি ঘটনা ঘটে যায়। যা ভয়াবহ রূপ নিতে পারতো। কিন্তু ভাগ্যগুনে বেঁচে যায় একই পরিবারের তিনজন। রেশমি ও তার পিতা-মাতাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে দূর্ঘটনার পরই জ্ঞান হারিয়ে ফেলা টম-টম চালকের চিকিৎসা চলছে হাসপাতালেই। দূর্ঘটনার পর এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ পুলিশ শুধু বাইক ধরতেই ব্যস্ত হয়ে পড়ে, বেপরুয়া গতিতে চলা যানবাহনগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করছেনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*