গোপাল সিং, খোয়াই, ৪ আগষ্ট ।। রাজ্যব্যাপী আন্দোলন-কর্মসূচীর অঙ্গ হিসাবে আগামী ১০ই আগষ্ট থেকে সারা রাজ্যের প্রতিটি জেলা শাসক অফিস অভিযানে মাঠে নামবে কংগ্রেস। সেই অভিযান হবে মূলত ৬ দফা দাবীর ভিত্তিতে। এই ৬ দফা দাবির প্রত্যেকটি দাবি এ রাজ্যের প্রতিটা মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষের আশা-আকাঙ্খাকে সম্মান জানিয়ে। আগামী ১০ই আগষ্ট থেকে গোমতী জেলার মাধ্যমে জেলা শাসক অফিস অভিযান এর সূচনা হবে। খোয়াই জেলা শাসক অফিস অভিযান হবে ১২ই আগষ্ট। মঙ্গলবার খোয়াই ব্লক কংগ্রেস অফিস কার্য্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরলেন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধূরী। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসি সাধারন সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা সভাপতি ক্ষিতিশ ভৌমিক, ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস সহ অন্যান্য কং-নেতৃত্বরা।