দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৪ আগষ্ট ।। বিগত কয়েকদিন যেখানেই যা কিছু কথাবার্তা তাতে কোন না কোন সময় যে বিষয়টা মূল আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল তা হচ্ছে ডাক্তারবাবুদের ঝাঁপ ফেলা চেম্বার। অবহেলায় মৃত্যু, চিকিৎসা বিভ্রাটের কথা প্রায়শই শোনা যায়, কিন্তু নিগূড় সত্য হচ্ছে রোগ ধরলে ডাক্তার ছাড়া দ্বিতীয় পথ নেই। আইনী গ্যাঁড়াকলে ডাক্তারবাবুদের চেম্বার বন্ধে অনেকেরই পাঁজরের চিন চিন ব্যাথা থেকে নানা ব্যাধিতে আক্রান্ত রোগীরা পড়েছিলেন মহাসঙ্কটে। চেম্বারে বসে অপেক্ষা, নাম লেখানোর লিষ্টে একটু আগে পিছে করার আর্জির দৃশ্যগুলো আবার সচল হওয়ার সংবাদে সব মহলেই স্বস্তি, বিশেষ করে নানা রোগে আক্রান্ত মানুষেরা। আপাততঃ ডাক্তারবাবুদের চেম্বার বন্ধের কাহিনীতে স্থিতাবস্থা জারী হয়েছে হাইকোর্ট প্রশাসনের গাইডলাইনেই আস্থা জানিয়েছে। এই সংবাদ চাউর হয়ে গেছে – ইতিমধ্যেই খোঁজাখুঁজি শুরু হয়েছে পুরনো প্রেসক্রিপশনের। চেম্বার ওপেনের সঙ্গেই আপাততঃ শেষ হলো বিড়ম্বনার খন্ডিত প্রহর।