নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১০ সেপ্টেম্বর ।। বুধবার সন্ধ্যে নাগাদ অফিস ছুটির শেষে ব্যস্ত রাস্তায় যখন যানবাহন, পথচারীর ভীর ঠিক সেই সময়ে মোটর স্ট্যান্ড কামান চৌমূহনীর মত ব্যাস্ত রজপথে মানুষ আর যানবাহনের ভীড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। সবচাইতে পরিতাপের বিষয় ঐ সময়ে রাস্তায় ট্রাফিকের অন্তর্ধানের পেছনে কি কারন। এমনিতেই পূজোর বাজারে মানুষের ভীড় তার মধ্যে শহরের ব্যস্ততম মোটর স্ট্যান্ড কামান চৌমূহনীতে ট্রাফিকের সৌজন্যে দুর্ভোগের জন্য ট্রাফিকের মুন্ডুপাত করছেন মানুষ। হঠাৎ করে যানজট মূক্ত করতে ট্রাফিকের আবির্ভাব হয় – সকলেরই প্রশ্ন দায়িত্ব পালনের কি উৎকৃষ্ট উদাহরন রাখলেন ট্রাফিক বাবুরা।
রাজীব সাহার তোলা ছবি।