নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট ।। বুধবার, আগরতলা সরকারী ম্যাডিকেল কলেজে সাততলা নতুন টিচিং ব্লক-১ এর উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। নতুন সাততলা ভবন উদ্বোধনের পর AGMC-র একাদশতম প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে AGMC-র K.L.S. অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অথিতির ভাষণে মূখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের লক্ষ্য যদি শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা হয় তবে তারা ভুল করবে। তিনি বলেন, চিকিৎসকদের শুধুমাত্র একজন ভালো ডাক্তার হলেই হবেনা, একজন ভালো মানুষও হতে হবে। এই দুটি বিষয়ই একে অপরের সঙ্গে যুক্ত। AGMC-র সাততলা নতুন টিচিং ব্লক-১ এর উদ্বোধনি অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্য দপ্তরের সচিব এম নাগারাজু, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ জে কে দেববর্মা ছাড়াও আরও অনেকে।