চূড়াইবাড়ি থেকে পাথড়কান্দি পর্যন্ত দিনভর বন্ধ পালিত

crbrশুভ্র দে, চূড়াইবাড়ি, ৬ আগষ্ট ।। আসামের পাথরকান্দি শহরকে মহকুমা ঘোষণা না করার দাবীতে বৃহস্পতিবার দিনভর বন্ধ ডাকে পাথরকান্দিবাসী। ত্রিপুরা থেকে আসাম প্রবেশের সবকটি রাস্তায় আসামের উত্তেজিত জনতা সকাল ৬টা থেকেই পিকেটিং শুরু করে। বিকাল ৫টা পর্যন্ত স্বতস্পূতঃ বন্ধ পালিত হয়। ইদানীং আসাম সরকার পাথরকান্দিবাসীর ৪০ বছরের দাবীকে উপেক্ষ্যিত করে অন্যান্য মোট ৯টি শহরকে মহকুমা শহর ঘোষণা করে, যার ফলে ক্ষোভে ফোটেন পাথরকান্দিবাসী। হাতের কাছে পরিষেবা পেতে পাথরকান্দিকে মহকুমা ঘোষণার দাবীতে ১২ ঘন্টার এই বন্ধে সড়ক পথকেই বেছে নিয়েছে পাথরকান্দিবাসী। ১২ ঘন্টার এই বন্ধে জাতীয় সড়কে আটকে পড়ে শত শত বহিঃরাজ্যের পন্য বোঝাই লড়ি সহ ছোট ও মাঝারি আকারের গাড়ী। বৃহস্পতিবারের এই বন্ধে আসামের কংগ্রেস, বিজেপি, আমসা অগপ, নির্দল প্রভৃতি রাজনৈতিক দল সহ মোটর শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ছাত্র সংগঠন, সাধারন মানুষ পথে নামে। এই বন্ধের নেতৃত্বে ছিলেন আবুল কালাম বাহার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*