নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট ।। ইদানীং পুরএলাকার সীমানা বিন্যাসের ঘটনায় কংগ্রেস আন্দোলনের পথে নেমেছে। যদিও এই ক্ষেত্রে রাজনীতি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিলম্বের খেসারতের কথা বলেছেন। বৃহস্পতিবার, পুরনিগম এবং পুরসভার এলাকা পুনর্বিন্যাসের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের অফিস ঘেরাও করে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই বিক্ষোভ মিছিলে পথ হেঁটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ।