জয়গুরুতে ট্রান্সফরমারের কাটআউট চুরি – বিশাল এলাকা বিদ্যুৎ বিহীন রাত কাটাল

Untitled-11নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১০ সেপ্টেম্বর ।।  যে বিদ্যুৎ মানুষের প্রান কেড়ে নেয়, এবার সেই বিদ্যুৎ চোরের হদিশ মিললো জয়গুরুতে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ জয়গুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারের চড়া দামের তেল চুরি করতে যায় চোরের দল। সংখ্যায় প্রায় পাঁচ জনের নিশিকুটুম্বেরা ট্রান্সফরমারের তেল চুরি করতে পারেনি, বিদ্যুৎ দপ্তরের গাড়ীর শব্দে পুলিশের গাড়ী ভেবে তেল চুরি না করতে পেরে ট্রান্সফরমারের কাটআউট চুরি করার ফলে জয়গুরুর রাতভর আলো আঁধারে যন্ত্রনার রাত কাটায়। সকালবেলা পূর্ব থানার হাইওয়ে পেট্রোল-র গাড়ী সন্দেহমূলক ভাবে দুজনকে গ্রেপ্তার করে, তিন জন পেলিয়ে যায়। দুজন পুলিশের জালে আটকা পরে, তারা হচ্ছে সুভাষনগরের মরন ভৌমিক, রাজনগরের মঃ সোহেল চৌধুরী। বিদ্যুৎ দপ্তরের তরফে FIR করেন পূর্ব থানায় পলাশ রায় সিনিয়র মেনেজার বনমালিপুর সার্কেল নম্বর ওয়ান। এই ধটনায় স্বভাবতই বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সতর্কতার প্রশ্ন দেখা দিয়েছে।

রাজীব সাহার তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*