পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ৬ আগষ্ট ।। ষড়যন্ত্রের নীল নকষা ভেস্তে দিয়ে সন্ত্রাসীদের অগ্রগমন রুখে দিয়ে রাজ্যের শান্তি আর নিরাপত্তার কাজে নিয়োজিত ত্রিপুরা স্টেট রাইফেলস। জন নিরাপত্তা কর্মের নিরীখে সেবার পর্যায়ে পড়ে, সেই সেবাকে মানবতার দৃষ্টান্তে রুপ দিয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বাদশ ব্যাটালিয়ান। বৃহস্পতিবার, তেলিয়ামুড়ার চাকমাঘাটস্থিত মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় TSR দ্বাদশ ব্যাটালিয়ানের সপ্তম প্রতিষ্ঠা দিবস। প্রদীপ জ্বালিয়ে শান্তির উদ্দেশ্যে কবুতর আর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন DG কে নাগরাজ। তেলিয়ামুড়ার চাকমাঘাটস্থিত মহকুমা শাসকের কার্যালয়ে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজনে দশম ব্যাটালিয়ান TSR-এর প্রায় ৬৬ জন স্বেচ্ছা রক্তদান করেছেন বলে জানা গেছে। রক্তদানের পাশাপাশি ১১ জন জওয়ান চক্ষুদান ও ১ জন জওয়ান স্বেচ্ছায় দেহদান করেন। ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বাদশ ব্যাটালিয়ানের সপ্তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছা রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DG কে নাগরাজ, কমান্ডেট তপন দেবনাথ, SDM বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা।