হেনরী ডিরোজিও একাডেমীর পাকাবাড়ীর দ্বারোদঘাটন

ছবি – তথ্য দপ্তর
ছবি – তথ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট ।। শিক্ষা বিহীন জীবন অন্ধকারের সমান। শিক্ষা মানুষকে সচেতনই করেনা, শিক্ষার আলো মানুষকে অধিকার সম্পর্কে জাগ্রত করে তোলে। প্রতারনা, প্রবঞ্চনার পরিবর্তে শিক্ষা একটা জাতী গোষ্ঠীকে এমন ভাবে পরিবর্তন করতে পারে যেখানে তারাই নতুন দিশায় অগ্রসর হয়ে আমূল পরিবর্তন সাধন করতে পারে জীবনের ধারাপাতে। একটা দেশ তথা জাতির সার্বিক উন্নয়নের মূল শক্তি হচ্ছে শিক্ষা। রাজ্যে শিক্ষার পরিকাঠামো বৃদ্ধি করে শিক্ষার মান আরো উন্নতমানেরঙ্করে তোলার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, কুঞ্জবনস্থিত হেনরী ডিরোজিও একাডেমীর এইচ এস (+২ স্তর) স্কুলের পাকা বাড়ীর আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, হেনরী ডিরোজিও ছিলেন একজন সমাজ সংস্কারক। শিক্ষার সার্বিক বিস্তারের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি বলেন, শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন ও বিস্তারের ক্ষেত্রে যে উদ্যোগ ও পরিকল্পনা নিয়ে কাজ করছে তার সাথে তাল মিলিয়ে ছাত্রছাত্রীরা যাতে আরো ভালো ফলাফল করতে পারে তার জন্য উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা, পুর পারিষদ কৃষ্ণা মজুমদার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ডঃ পি কে গোয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা পাল দে চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা।
ছবি – তথ্য দপ্তর

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*