সংসদের অচলাবস্থা কাটাতে আসরে নামলেন পিএ সাংমা

sngজাতীয় ডেস্ক ।। সর্বদলীয় বৈঠক, অধ্যক্ষের কড়া পদক্ষেপ, সাধারণ মানুষের চিঠি কিছুতেই কিছু হচ্ছে না। সংসদ রয়েছে অচলই। এই অবস্থায় সংসদ চালাতে আসরে নামলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পিএ সাংমা। শুক্রবার তিনি লিখিতভাবে সবকটি রাজনৈতিক দলকে সহমতে আসতে অনুরোধ করেছেন। সূত্রের খবর নিজের চিঠিতে একাদশতম লোকসভার অধ্যক্ষ বলেন, “সংসদ না চললে দেশের সাধারণ মানুষের ক্ষতি হয়। সকল রাজনৈতিক দলের উচিত ঐকমতে আসা। দরকারে আলোচনা করা যেতে পারে।” তবে সাংমার চিঠিতে সমস্যা মিটবে কি?
বিজেপি যখন বিরোধী ছিল তখন তারা যে পদক্ষেপ নিত সেই পথেই হাঁটছে কংগ্রেস। শিবরাজ, বসুন্ধরা ও সুষমার পদত্যাগের দাবিতে লাগাতার সংসদ অচল করছে কংগ্রেস। ঘটনার জেরে ২৫ জন কংগ্রেস সাংসদকে বহিষ্কার করেছেন বর্তমান সাংসদ সুমিত্রা মহাজন। তবে কংগ্রেসের থামার সম্ভাবনা নেই। বরং দ্বিগুণ উদ্যোগে ঝাঁপাতে আগামী সোমবার থেকে সংসদে থাকতে বলে দলীয় সাংসদদের উপর হুইপ জারি করেছে কংগ্রেস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*