জাতীয় ডেস্ক ।। শুক্রবার মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল হ্যান্ডলুম ডে-র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার আমন্ত্রণে উদ্বোধনী পর্ব শেষে সোজা চলে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাসভবনে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবনে মধ্যাহ্ন ভোজের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁদের এই বৈঠক ঘিরে জোড় জল্পনা এখন রাজনৈতিক মহলে৷ বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদে থমকে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বিল৷ এই বিলগুলি পাস করাতে আম্মার সহযোগিতা পেতেই কি পোয়েজ গার্ডেনে গেলেন প্রধানমন্ত্রী? লোকসভায় জয়ললিতার এআইএডিএমকে-র ৩৭ জন সাংসদ রয়েছে৷ রাজ্যসভায় তাদের সদস্য ১১ জন৷ কৃষকদের উদ্বেগের প্রসঙ্গ তুলে এর আগে রাজ্যসভায় এনডিএ-র বিতর্কিত জমি বিলের বিরুদ্ধে সরব হয়েছিলেন জয়ললিতাও তবে সম্প্রতি লোকসভায় এই বিল নিয়ে মোদী সরকারের পাশেই দাঁড়িয়েছে তাঁর দল। জানা গিয়েছে, এদিনের বৈঠকে কর্ণাটক, কেরলের সঙ্গে তাঁর রাজ্যের নদী সংক্রান্ত বিরোধের প্রসঙ্গটি তুলে প্রধানমন্ত্রীকে একটি স্মারকলিপি দিয়েছেন জয়ললিতা।