পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ৭ আগষ্ট ।। গ্রামীন এলাকার মানুষের অরথ-সামাজিক মান উন্নয়ন এবং প্রশাসনিক নানা সুযোগ সুবিধা দ্রুত পৌঁছে দেবার লক্ষ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার সমিতির এক হল ঘরে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভাতে গ্রাম পঞ্চায়েত গুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন মৎস, সমবায় ও দমকল দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক গৌরী দাস, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পঙ্কজ চক্রবর্তী, সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সঞ্জিত দাস, বিডিও অভিজিৎ চক্রবর্তী সহ আরো অনেকে।