নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট ।। শুক্রবার মহাকরণ কর্মচারী সমিতির নেতৃত্বে সিভিল সেক্রেটারীয়েটে নিয়োগের প্রশাসনের নতুন দগন্তের প্রতিবাদে কর্মচারীরা কালো ব্যাচ ধারন করে রুম ক্যাম্পেইন করেন। উল্লেখ্য, ৪ আগষ্ট রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সার্ভিস রুলস সংশোধন করা হয়েছে। এখন থেকে এল ডি এ পদে নিযোগের ক্ষেত্রে TPSC –র মাধ্যমে পরীক্ষার প্রয়োজন হবে না। সচিবালয় প্রশাসন দপ্তর একটি বোর্ড গঠন করে প্রার্থী নির্বাচন করবে। ইতিমধ্যেই সিভিল সেক্রেটারীয়েটে নিয়োগের প্রশাসনের নতুন দগন্তের প্রতিবাদ জানানো হয়েছে কংগ্রেসের তরফে।