দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৭ আগষ্ট ।। শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। সদ্য প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এ পি জে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সহ তিন খানা বিল উঠবার কার্যসূচী রয়েছে। তবে রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয় বিল সিলেক্ট কমিটির প্রতিনিধিদের মাধ্যমে সংশোধন করা হয়েছে। বর্ষার এই বিধানসভায় বিরোধীদল বনাম ক্ষমতাসীনদের উত্তপ্ত বাক্য বিনিময়ে গরম হাওয়া প্রবাহিত হবে বলাই বাহুল্য। বিরোধী কংগ্রেসের তরফে অধিবেশনের কার্যকাল মাত্র ৩ দিনের হওয়ায় প্রতিবাদ করা হয়েছে।