জাতীয়/তারায় তারায় ডেস্ক ।। মুম্বাইয়ে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে আছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে দু’ দিন ধরে না খেয়ে রয়েছেন তিনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম এবিপি’র এক প্রতিবেদনে বলা হয়, সঞ্জয় দত্ত দু’ দিন ধরে না খেয়ে আছেন। কারো সাথে কথাও বলছেন না তিনি। দু’ দিন ধরে নিজের কারাকক্ষের ছোট্ট মন্দিরটির সামনে বসে চোখের পানি ফেলছেন তিনি। সঞ্জয়ের সদ্যপ্রয়াত পিসির শেষকৃত্যে যোগ দেয়ার জন্য কারাকর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ভেঙে পড়েছেন সঞ্জয়। জানা গেছে, সঞ্জয়ের বাবা সুনীল দত্তের বোন রানি বালির মারা যাওয়ার খবর কারাগারে বসেই পেয়েছিলেন সঞ্জয়। পিসির শেষকৃত্যে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই অনুমতি দেয়নি কারাকর্তৃপক্ষ। আর তাই মন্দিরের সামনে বসে কেঁদেই চলেছেন সঞ্জয়। প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের সাথে সম্পর্কযুক্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হন সঞ্জয় দত্ত। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ২০০৬ সালে তার ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ টাডা আদালত। সেই রায়ের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন সঞ্জয় দত্ত। ২০১১ সালে আবেদনের শুনানি শুরু হয়। ১০ মাসের শুনানি শেষ রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট।