১০ বছর বয়সেই বিশ্ব সাঁতারে চমক

stখেলাধুলা ডেস্ক ।। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে অংশ নিয়েই দারুণ কীর্তি গড়েছেন ১০ বছর বয়সী আলজাইন তারেক। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী সাঁতারুর রেকর্ড এখন বাহরাইন কন্যার। শুক্রবার রাশিয়ার কাজানে হিটে অবশ্য ভালো করতে পারেনি আলজাইন। ৬৪ জনের মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেছেন। সেও ৪১.১৩ সেকেন্ড সময় নিয়ে। তবে এখানেই থেমে থাকছেন না তিনি। আলজাইন মাত্র ৪ বছর বয়সে সাঁতার শুরু করেছেন। কঠোর অনুশীলনই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে জানিয়েছেন। নিজেকে প্রস্তুত করতে সপ্তাহের ৫ দিন অনুশীলন করেন তিনি। ২০২০ সালের টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছেন। রাশিয়ায় হিটে বাদ পড়েও তাই হতাশ নন। এদিন কাজানে সাঁতরানোর আগে অন্য সাঁতারুরা আলজাইনকে দেখে বেশ অবাক হন। সকলে তার নাম এবং বয়স জানতে ভিড় করেন। এমনকি খানিকপরে সত্যিই হিটে নামছেন কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। লন্ডন অলিম্পিকে সোনা জেতা যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ইতোমধ্যেই আলজাইনের ব্যাপারে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। বলেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর কিছু সে।’ এমনকি আলজাইনের বন্ধু হতে চান বলেও জানিয়েছেন ফ্রাঙ্কলিন। কিন্তু সুযোগ পাননি বলেছেন। ‘একদিন আমি তার লেনে গিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে কথা বলারই সুযোগ পেলাম না। তবে প্রত্যেকবার আমার দিকে তাকিয়ে সে আকর্ণ বিস্তৃত একটা হাসি দিয়েছে।’ সোজাসাপটা স্বীকারোক্তি ফ্রাঙ্কলিনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*