মিলিটারি ক্যাম্পে ৩০০ জন অসামরিক কর্মীকে হত্যা করল IS

ফাইল ছবি
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক ।। ফের নিজেদের নৃশংসতার নজির বিশ্বের মানুষের সামনে তুলে ধরল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। শনিবার ইরাকের মসুলে একটি মিলিটারি ক্যাম্পে ৩০০ জন অসামরিক কর্মীকে হত্যা করে আইএস-এর একটি ফায়ারিং স্কোয়াড। জানা গিয়েছে, মৃত ওই কর্মীরা ইরাকি সুপ্রিম ইলেক্টোরাল কমিশনে কাজ করতেন। নিনেভে প্রদেশের মিলিটারি বাহিনীর মুখপাত্র মাহমউদ অল সাউয়ারিহ জানিয়েছেন, আল গাজলানি ক্যাম্পে যাঁদের গুলি করে মারা হয়েছে, তাঁদের মধ্যে ছিলেন অন্তত ৫০ জন মহিলা। এরইমধ্যে ইলেকটোরাল কমিশনের জাতীয় কার্যালয় জানিয়েছে, মসুলেরই অপর একটি গ্রুপের কর্মীদের গলা কেটে হত্যা করেছে আইএস জেহাদিরা। ইরাকের নিরীহ নাগরিকদের ওপর এই নৃশংস হত্যালীলা বন্ধ করার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, রাষ্ট্রপুঞ্জ এবং মানবাধিকার সংগঠনগুলির কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে কমিশন। মৃতের পরিবার জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএস তাদের পরিজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও মৃতদেহগুলি পরিবারের কাছে ফিরিয়ে দেবে না। প্রসঙ্গত, গত বছর ১০ জুন ইরাকের উত্তরাংশের মসুল শহর চলে যায় জঙ্গিগোষ্ঠী আইএস-এর অধীনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*