কারাগারে পড়াশোনা করেও শীর্ষে

gldজাতীয় ডেস্ক ।। কারাগারের জীবন অন্যরকম জীবন। যে কারাগারে একবার গিয়েছে সেই জানে। কারাগারে থেকে পরীক্ষার ফলাফলে শীর্ষে অবস্থানে চলে আসা সত্যিই ভাগ্যের ব্যাপার। এমনই ভাগ্যবান এক কয়েদি। কারাগারে বসেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। পরীক্ষার ফলাফলে এমন স্বীকৃতি মিললো। ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির (IGNOU) ট্যুরিজম স্টাডিজের ডিপ্লোমা কোর্সে শীর্ষ স্থান লাভ করলেন বারানসি সেন্ট্রাল জেলের কয়েদি অজিত কুমার সরোজ। তিনি এ জন্য স্বর্ণ পদকও পেয়েছেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের ২৮তম কনভোকেশনে এ পদক তার হাতে তুলে দেয়া হয়। এ বিশ্ববিদ্যালয় থেকেই হিউম্যান রাইটস, ডিজাস্টার ম্যানেজমেন্টের সার্টিফিকেট কোর্সে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পর ডিপ্লোমা কোর্সে ভর্তি হন সরোজ। এ বিশ্ববিদ্যালয় থেকেই বাণিজ্য বিভাগে স্নাতক পরীক্ষা দিয়েছেন তিনি। ২০১২ সালে খুনের দায়ে ১০ বছরের কারাদণ্ড হয় অজিতের। জমি-সংক্রান্ত বিরোধের জেরে তার হাতে খুন হন এক প্রতিবেশী। জেল কর্মকর্তা সঞ্জিব ত্রিপাঠি বলেন, অজিতের এমন সাফল্যে আমরা খুবই খুশি। ওর কারণে কারাগারে পড়াশোনার পরিবেশ ভালো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*