গোপাল সিং, খোয়াই, ৯ আগষ্ট ।। কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়া, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য ও শিক্ষাঙ্গনে রাজনৈতিক অনুপ্রবেশ বন্ধ করা, খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতনে পুনরায় বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য বিভাগ চালু করা, তাছাড়া প্রতিটি সিনিয়র বেসিক স্কুলে বিদ্যুৎ সংযোগ এর মাধ্যমে লাইট ও ফ্যানের ব্যবস্থা করা, খোয়াই জেলা হাসপাতালে সবক’টি বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, মুমুর্ষ রোগীদের জন্য জরুরী সুবিধা যুক্ত অ্যাম্বুল্যান্স চালু করা, খোয়াই জেলা হাসপাতালে সোনাগ্রাফি, সিটিস্ক্যান সহ জীবনদায়ী পরীক্ষা-নিরীক্ষা অবিলম্বে চালু করা, সমস্ত সরকারী-বেসরকারী স্তরে বাংলা ভাষাকে চালু করার দাবী সহ জনস্বার্থ সংশ্লিষ্ট ২০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার খোয়াই সুভাষপার্ক স্থিত ইউবিআই ব্যাঙ্কের সামনে ৬ ঘন্টার গন অবস্থান পালন করল ‘আমরা বাঙালি’ দল। আমরা বাঙালি খোয়াই ব্লক কমিটি কর্তৃক দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্য্ন্ত গন অবস্থান পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সচিব হরিগোপাল দেবনাথ, সাংগঠনিক সচিবকেশব মজুমদার, প্রচার সচিব আইনজীবি গৌতম ঘোষ, খোয়াই ব্লক কমিটির সচিব গৌতম দেব প্রমুখ।