১০০ কোটি ডলার মূল্যের মাদক আটক

cfআন্তর্জাতিক ডেস্ক ।। চার মাসের অভিযানে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের কোকেন ও হেরোইন আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সদস্যরা এগুলো আটক করে। এটা ইতিহাসের সবচেয়ে বড় মাদক চালান জব্দের ঘটনা বলে দাবি করেছেন কোস্ট গার্ডের কর্মকর্তারা। ৩২ মেট্রিক টন কোকেন এবং ২ টন হেরোইন নিয়ে কোস্ট গার্ডের সদস্যরা ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটিতে নোঙ্গর করেছে। জব্দ করা মাদকের পরিমাণ মাঝারি মানের ১৭টি গাড়ির সমান। পুরো মাদকের চালান খালাস করতে তাদের চার ঘণ্টারও বেশি সময় লেগে যায়। গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ৩০টি নৌযানে এসব মাদক পায় উপকূলরক্ষীরা। এসব মাদক যুক্তরাষ্ট্রে যাচ্ছিল বলে জানান কোস্ট গার্ডের কর্মকর্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*