জাতীয় ডেস্ক ।। আধার কার্ডের জন্য সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য অন্য কোনও সংস্থা ব্যবহার করতে পারবে না। স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতিদের নির্দেশ, শুধুমাত্র অপরাধের তদন্তের ক্ষেত্রেই, এই তথ্য কাজে লাগানো যেতে পারে। গোপনীয়তার অধিকার মৌলিক অধিকার কিনা, সে সিদ্ধান্ত নেওয়ার গুরুদায়িত্ব আরও বড় সাংবিধানিক বেঞ্চকে দিলেও, মঙ্গলবার আধার-মামলায় গোপনীয়তার পক্ষেই মত দিল সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ! সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ডের জন্য সংগ্রহ করা ব্যক্তিগত তথ্য অন্য কোনও সংস্থা ব্যবহার করতে পারবে না। আদালতের নির্দেশ, শুধুমাত্র অপরাধের তদন্তের ক্ষেত্রে এই তথ্য কাজে লাগানো যেতে পারে। তাও আদালতের অনুমতি নিয়ে! আধার কার্ড প্রকল্পের শুরুর লগ্ন থেকেই আইনজ্ঞদের একাংশ অভিযোগ করে আসছেন, আধার প্রকল্প আসলে নাগরিকদের গোপনীয়তায় আঘাত। কারণ, এই কার্ড তৈরির জন্য ব্যক্তিগত সমস্ত তথ্য সরকারের হাতে তুলে দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে, কোনও ব্যক্তির অজান্তে, তাঁর ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে গোপনীয়তার অধিকারের পক্ষে সওয়াল করে, আধার প্রকল্পের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন অনেকে! পাল্টা কেন্দ্রীয় সরকারের তরফে আদালতে বলা হয়, গোপনীয়তার অধিকার একটি ‘অস্পষ্ট’ ধারণা। এটা কোনও মৌলিক অধিকার নয়।
যদিও, আবেদনকারীদের অনেকেই সওয়াল করেন, গোপনীয়তার অধিকার তো বেঁচে থাকার অধিকারেরই অংশ। যার স্বীকৃতি সংবিধান দিয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টির নিষ্পত্তির ভার দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বৃহত্তর সাংবিধানিক বেঞ্চকে। সেই সঙ্গে ওই বেঞ্চের কাছেই পাঠানো হয়েছে আধার কার্ডকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদনগুলি।