২০২৫ নাগাদ ক্যান্সার সংক্রমণের সংখ্যা ভারতে ১৫ লক্ষ ছড়াবে : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

prlmজাতীয় ডেস্ক ।। দেশে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে চলার পথে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার দেওয়া লিখিত উত্তরে জানা গিয়েছে, ২০২৫ নাগাদ ক্যান্সার সংক্রমণের সংখ্যা ১৫ লক্ষ ছাড়িয়ে যাবে। তিনি বলেছেন, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ন্যাশনাল সেন্টার ফর ডিজিস ইনফরম্যাটিক্স অ্যান্ড রিসার্চ অনুমান করছে, ২০২৫ নাগাদ ভারতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে হতে পারে ১৫ লক্ষ ১০ হাজার ৩৯৬টি, যা ২০১৪ সালের ধরা হিসাবের তুলনায় ৩৫.২ গুণ বেশি। নাড্ডা আরেক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া, অস্বাস্থ্যকর জীবনধারা, তামাক সেবন, খারাপ মানের খাবার-এগুলির ফলেই হয়ত ক্যান্সারের প্রকোপ বাড়ছে। নাড্ডা আরও তথ্য দেন, আইসিএমআর জানিয়েছে, ক্যান্সার গবেষণায় যুক্ত আন্তর্জাতিক সংস্থার দেওয়া হিসাবে, ২০১২-য় গোটা দুনিয়ায় ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ১ কোটি ৪০ লক্ষের বেশি। সেখানে একই বছরে ভারতে কর্কট রোগে আক্রান্তের সংখ্যা ধরা হয়েছিল ১০ লক্ষ ৫৭ হাজার ২০৫। যা পুরো বিশ্বে আক্রান্তের ৭.৫ শতাংশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*