কমলপুর প্রতিনিধি, ১১ সেপ্টেম্বর ।। ১৯২০ সালে রাজন্য আমলে কমলপুর মহকুমা হিসেবে ঘোষিত হয়েছিল। রাজ্যের প্রাচীন এই মহকুমাবাসীরা ধলাই জেলা আদালত আমবাসায় স্থাপনের সরকারী সিদ্ধান্ত পুনঃ বিবেচনার দাবী জানিয়েছে। কমলপুর মহকুমাবাসীদের দাবী হচ্ছে ধলাই জেলা আদালত আমবাসার বদলে কমলপুরেই করতে হবে। এই দাবীতেই বৃহস্পতিবার ব্লক তৃনমূল কংগ্রেস কমলপুর-আমবাসা, কমলপুর-খোয়াই চৌমূহনীতে পথ অবরোধে বসে। মানিকভান্ডার বাজারে CPI(M) বিভাগীয় অফিস থেকে উগ্র সমর্থকরা অবরোধ তুলে দেয়ার চেষ্টা করতেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশের সময় উপযোগী ভূমিকায় ঘটনা বেশীদূর এগোয় নি। CPI(M) সমর্থকদের সঙ্গে পুলিশের বাদানুবাদের সংবাদ পাওয়া গেছে। পরে পুলিশ তৃনমূলের পথ অবরোধকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। গণতান্ত্রিক পদ্ধতিতে তৃনমূলের পথ অবরোধে CPI(M) সমর্থকদের ভূমিকায় কমলপুর বাসীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একই ইস্যুতে আগামী ১৩ই সেপ্টেম্বর ব্লক তৃনমূল কংগ্রেস কমলপুরে বন্ধের ডাক দিয়েছে।
দুলাল চক্রবর্তীর তোলা ছবি।