নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট ।। মঙ্গলবার কুমারঘাট মহকুমার ফটিকরায় ফুটবল মাঠে কিক অফ এর মধ্য দিয়ে পাবলিক মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলার উদ্বোধন করলেন রাজ্যপাল তথাগত রায়। মিডিয়া ক্লাবের উদ্যোগে আয়োজিত পাবলিক মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, সহকারী সভাধিপতি প্রসেনজিৎ সিনহা, বিধায়ক সমীরণ মালাকার, বিধায়ক টুনুবালা মালাকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রাজ্যপাল বৃক্ষরোপণ করেন। মঙ্গলবারের খেলায় ফটিকরায় ৫-২ গোলে কৈলাশহর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেছে।