গোপাল সিং, খোয়াই, ১২ আগষ্ট ।। ‘রাজ্যে খাদ্য সুরক্ষা বিল যথাযথ ভাবে চালু সহ প্রকৃত গরীবদের অন্তর্ভূক্ত করা, অবিলম্বে বেকার ভাতা চালু, চিটফান্ডের রহস্য উন্মোচনে সিবিআই তদন্ত সহ ৬ দফা দাবিতে পূর্বনির্ধারিত ঘোষনা অনুযায়ী রাজ্যব্যাপী আন্দোলন-কর্মসূচীর অঙ্গ হিসাবে ১০ই আগষ্ট থেকে সারা রাজ্যের প্রতিটি জেলা শাসক অফিস অভিযানে মাঠে নেমেছে কংগ্রেস। ১০ই আগষ্ট গোমতী জেলার পর এবার খোয়াই জেলা শাসক অফিস অভিযান। ১২ই আগষ্ট বুধবার খোয়াই শহরের উপর মিছিল করে জেলা শাসক কার্য্যালয়ের সামনে মিলিত হয় দলীয় কমী-সমর্থকরা। এদিনের মিছিলে পা মেলালেন ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধূরী, পিসিসি সাধারন সম্পাদক দীপক কুমার মজুমদার, জেলা সভাপতি ক্ষিতিশ ভৌমিক, ব্লক কংগ্রেস সভাপতি প্রণব বিশ্বাস সহ অন্যান্য কং-নেতৃত্বরা। মিছিল শেষে জমায়েতে ভাষন রাখেন ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধূরী। তারপর খোয়াই জেলা শাসক এন.ডার্লং এর নিকট ডেপুটেশন প্রদান করে যুব কংগ্রেসের প্রতিনিধি দলটি। জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় ৬ দফা দাবি সনদ।