দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ আগষ্ট ।। রাজ্যজুড়ে CPI(M) ৬ দফা দাবীতে মিচ্ছিল আর সভার আয়োজন করে কেন্দ্রীয় সরকারের ভোটের আগে প্রতিশ্রুতি আর বর্তমান অবস্থার জন্য কেন্দ্রকে দায়ী করে প্রচার চালাচ্ছে। ৬ দফা দাবীর মধ্যে বেকারদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য উর্ধগতি নিয়ন্ত্রন, জমি অধিগ্রহণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালিত হচ্ছে গোটা রাজ্যে CPI(M)-র নেতৃত্বে। বুধবার, চলতি ৬ দফা দাবীকে সামনে রেখে বটতলায় CPI(M)জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটি পথ সভার আয়োজন করে। পথসভায় ৬ দফা দাবীর সমর্থনে মানুষকে সামিল হওয়ার আহ্বানের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচলনা করেন বক্তারা বিভিন্ন বিভিন্ন ইস্যুতে। জয়নগর মেলারমাঠ CPI(M) অঞ্চল কমিটির বটতলার পথসভায় উপস্থিত ছিলেন লোকাল কমিটির সম্পাদক সুভাষ দাশ, সদর মহকুমা সম্পাদক শুভাশিষ গাঙ্গুলি সহ আরো অনেকে। এই সভার সভাপতিত্ব করেন সুধীর চন্দ্র মজুমদার।