নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট ।। মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে ত্রিপুরা বার কাউন্সিলের অফিসগৃহের উদ্বোধন হল বুধবার। এইদিন বিকাল ৪টায় ত্রিপুরা হাইকোর্ট কমপ্লেক্সে এক অনারম্ব অনুষ্ঠানের মাধ্যমে এই কাউন্সিলের অফিসগৃহের উদ্বোধন হয়। ত্রিপুরা বার কাউন্সিলের অফিসগৃহের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা, বিচারপতি ইউ বি সাহা, এস সি দাশ, এস তলাপাত্র সহ হাইকোর্ট ও বার কাউন্সিলের কর্মীবৃন্দরা।