খেলাধুলা ডেস্ক ।। দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ১৯২ রানের লিডে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সবকটি উইকেট শেষে ভারতের সংগ্রহ ৩৭৫ রান। লিডের লক্ষ্য ছুঁতে শুরুতেই শ্রীলঙ্কা ভারতের ধাক্কা সামলাতে ব্যর্থ হয়।মাত্র ১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।শেষ পর্যন্ত, ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ৫ রানে দিনের খেলা শেষ হয়। এখন পর্যন্ত, ১৮৭ রান পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতে শুরুটা মন্দ হলেও দলকে পথ দেখালেন ছন্দে ফেরা বিরাট কোহলি এবং টেস্টে টানা দুই সেঞ্চুরির নায়ক শিখর ধাওয়ান।টানা ১১তম আন্তর্জাতিক ইনিংসের একটিতেও পঞ্চাশোর্ধ রান করতে পারেননি। শেষ পর্যন্ত, দেখা মিললো ১২তম ইনিংসে এসে। গল টেস্টের দ্বিতীয় দিনে নিজেকে মেলে ধরলেন সেঞ্চুরিতে। দীর্ঘদিনের পুষে থাকা স্বাদ যেন আজ তৃপ্তি পেলো। নিজেকে শুধু ছন্দেই ফেরালেন না, দলকেও নিয়ে যাচ্ছেন জেতার ভেলায়।গল টেস্টের প্রথম দিন থেকেই আধিপত্য বিস্তার করেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে প্রথম দিন ১৮৩ রানেই গুঁটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। জবাবে ২৮ রানে ২ উইকেট হারালেও কোহলি-ধাওয়ানের ছন্দময় ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে ভারত।টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। কোহলি চারের মারে গল টেস্টের শতক পূর্ণ করলেও যাত্রার পথটা আর বেশি দূর এগুতে পারেনি। ১১টি চারের মারে ১৯১ বল খেলে ১০৩ রান করেই কুশালের বলে এলবিডব্লিউ হয়ে সাজ ঘরে ফিরে যান। এদিকে, ধাওয়ান ১৩৪ রানে প্রদীপের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান । এতে ১৩ টি চার যুক্ত হয়েছে। ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাটিতে টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন ধাওয়ান। ধাওয়ানের আগে কীর্তিটি গড়েছিলেন সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। গত জুনে বাংলাদেশের বিপক্ষে এসেছিল ধাওয়ানের আগের সেঞ্চুরিটি। ধাওয়ান-কোহলি অবিছিন্ন এই ২২৭ রানের জুটিই এখন তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ১৬২ রান। ১৯৯৩ সালে জুটিটি গড়েছিলেন শচীন টেন্ডুলকার ও বিনদ কাম্বলি। ভারতের সাথে তিন টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট খেলেই বিদায় নেবেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।