আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের কিছু সময় আগে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও বিদ্রোহীদের আক্রমণে ৬০জনেরও বেশি মানুষ মারা গেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস-এর একজন অ্যাকটিভিস্টের বরাতে আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। তবে সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন এদিন মাত্র ৫জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সিরিয়ার পর্যবেক্ষণ দলের এক সক্রিয়কর্মী তাদের নিজস্ব অনুসন্ধানের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরাকে জানায়, বুধবার দামেস্কের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরে ডোওমাকে লক্ষ্য করে সেনাবাহিনীর বোমা বর্ষণ ও এয়ার স্ট্রাইকে নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়। এতে ১২০ এর অধিক মানুষ আহত হয়। সংগঠনের আরেকজন অ্যাকটিভিস্ট জানান, পাশ্ববর্তী সাকবা এলাকায় এয়ার স্ট্রাইকে অন্তত ১৩ জন মানুষ মারা যায়। সিরিয়ার পর্যবেক্ষণ দলের দাবি অনুযায়ী দামেস্ক, আবু রোমানাহ এবং বাব তোওমা শহরের কেন্দ্রস্থলে বিদ্রোহীদের লক্ষ্য করে রকেট নিক্ষেপণে অন্তত ১২ জন নিহত হয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, বিদ্রোহীদের আক্রমণে ৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৫ জন আহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়: “সন্ত্রাসীরা দামেস্কের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে মর্টার হামলা চালায়।” তুরস্ক, ইরান এবং সিরিয়ার প্রতিদ্বন্দ্বী পক্ষের সমর্থকদের মধ্যে অভূতপূর্ব মধ্যস্থতার ১ মাস পরে সিরিয়ায় যুদ্ধরত দলগুলোর ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির পরপরই এই হতাহতের ঘটনাটি ঘটল।