TCA-র অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার মনিময় রায়

Untitled-4দেবজিত চক্রবর্তী, আগরতলা১১ সেপ্টেম্বর ।।  এই রাজ্যে ক্রিকেটের জন্ম মৃত্যুর ভার যাদের হাতে তাদের সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে ঝড় বইছে ক্রিকেট মহলে। উদ্ভুৎ এই পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে তা জানতে “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র তরফে রাজ্যের প্রক্তন ক্রিকেটার, বর্তমানে ক্রীড়া সাংবাদিক তথা ধারাভাষ্যকার মনিময় রায়ের সঙ্গে কথা বলতে গিয়ে উপলব্ধি হয়েছে শ্রী রায় ক্রিকেটের এই ক্লেদাক্ত কান্ড নিয়ে যারপরনাই ক্ষুদ্ধ। বললেন রাজ্যে ক্রিকেট সংস্থা বেঁচে আছে সাইন বোর্ড সর্বস্ব হয়ে। কামাই এর প্রশ্নে বানান পাল্টে ধোনী থেকে ধনীতে পর্যবসিত হয়েছে।

মনিময় রায় বলেছেন যেখানে স্বচ্ছতা নেই সেখানেই ঘোটালা – রাজ্য ক্রিকেট সংস্থার প্রয়াত সমীরন চক্রবর্তীর সময়ে যাই থাকুক স্বচ্ছতা ছিল। ক্ষুদ্ধ এই প্রাক্তন ক্রিকেটার ক্রিকেট সংস্থা থেকে সভাপতি, কোষাধ্যক্ষের পদত্যাগের পরবর্তীতে TCA-র মৌনতা নিয়ে সন্দেহ প্রকাশ করেই চুপ থাকেন নি, বলেছেন খোলা বিতর্কে অংশ নিক TCA ।

মনিময় রায় তীব্র বিষোদ্গার করে বলেছেন TIT–র মাঠের কাজ কার দোষে অটকে গেছে, বোর্ড সভাপতি শ্রী নিবাসনের সঙ্গে খুব কাছের সম্পর্ক TCA-র, বলেছেন ক্ষমতার গদি দখলে দুটি মেয়াদে ছয় বছর বাদেই সচিব পদে মুখ বদল করতে হবে, ৩টি জেনারেল মিটিংয়ে অংশ নিয়ে সচিব হওয়ার পদ্ধতিকে উদ্ভট আইন বলেছেন তিনি। এই নিয়মের পেছনে পছন্দ অপছন্দের ব্যাপার জড়িত বলে খোলাখুলি অভিযোগ করেছেন তিনি।

ছয় মাস আগে মনিময় রায়ের পাঠানো চিঠি গায়েব হওয়ার ঘটনা উল্লেখ করে বলেছেন উদ্ভট মনগড়া আইনের প্রতিবাদে এই চিঠিও গায়েব হয়ে যায়। TIT মাঠ সংস্কার নিয়ে পূর্ত দপ্তরের হাতেই দায়িত্ব অর্পনের পক্ষে মনিময় রায়। সর্বাঙ্গে কলঙ্কের ছাপ নিয়ে বিধ্বস্ত রাজ্য ক্রিকেট সংস্থা পুরোপুরি কামধেনু হওয়ার আগে যদি স্বচ্ছতা ও মানুষের বিশ্বাস অর্জন করতে পারে তবেই বাঁচবে রাজ্যের ক্রিকেট নইলে………..

আর বলেন নি মনিময় রায়, না বললেও রাজ্যের ক্রিকেট কোথায় যাচ্ছে তার হিসেব নিশ্চয়ই কষতে পারছেন “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র শ্রদ্ধেয় পাঠকেরা। তিনি তির্যক মন্তব্যে ক্রিকেট প্রশাসকদের উদ্দেশ্যে বলেছেন শ্রী নিবাসনের উত্তরসূরীদের কাছ থেকে এহেন ঘটনা আশ্চর্যের কিছু নয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*