পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৩ আগষ্ট ।। কৃষকের জন্য বরাদ্দ বীজ অবৈধ উপায়ে তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুরের বাম দখলে থাকা ৪নং ওয়ার্ডের সদস্য বিশ্বজীৎ মিশ্র হাপিস করে দেয়ার ঘটনা নিয়ে ক্ষুদ্ধ এলাকার মানুষ। জানা গেছে, তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতে ৪নং ওয়ার্ডে কৃষকদের জন্য ৬০ কেজি ARRIJE জাতের ধানের বীজ বরাদ্দ করা হয়। কিন্তু স্টোর কীপারকে ম্যানেজ করে পঞ্চায়েত সদস্য বিশ্বজীৎ বাবু ২০ বস্তা ধানের বীজ নিতাই বিশ্বাসের রাইসমিলে ভাঙ্গিয়ে নেন। বিশ্বজীৎ মিশ্রের কৃষকদের ধান রাইসমিলে ভাঙ্গার ঘটনা জনগনের কাছে ফাঁস হতেই দেখাদেয় চাঞ্চল্য। তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েত সদস্য বিশ্বজীৎ বাবু অবৈধ কাজকর্মে সিদ্ধহস্ত বলে জানা গেছে এলাকার মানুষদের কাছ থেকে। সাংবাদিকরা তেলিয়ামুড়া পঞ্চায়েতের চ্যায়ারম্যান অমরেশ চৌধুরীকে বীজ চুরির ঘটনা জানালে চ্যায়ারম্যান কোনো সদুত্তর দিতে পারেন নি, তবে বলেছেন ব্যবস্থা গ্রহনের। “নিউজ আপডেট অব ত্রিপুরা”-র পর্দায় দেখানো ছবিটাই হচ্ছে পঞ্চায়েত সদস্য বিশ্বজীৎ মিশ্রের। ক্যামারায় ছবি তোলা হচ্ছে টের পেতেই নাটের গুরু বিশ্বজীৎ মিশ্র হাওয়া হয়ে জান। তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের কৃষিজীবি মানুষদের কথায় ধানের ভেতর সর্ষের ভুতেই খেয়ে নিচ্ছে সব।